ত্রুটিমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতেই ধারাবাহিক বৈঠক করছে কমিশন : মাহবুবউল আলম হানিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ত্রুটিমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে কমিশন। মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
আরো বলেন, কোন দল যদি তাদের মতামত কমিশনে না দিয়ে মাঠে ঘাটে দেন সেটা সে দলের স্বাধীনতা। সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে এ মন্তব্য করেন তিনি। এসময় হানিফ আরো বলেন, যাদের সক্ষমতা আছে তারাই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। জনগণের সমর্থন আছে বলেই আওয়ামী লীগ এখনো ক্ষমতায় আছে বলেনও জানান তিনি। এসময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাবর্মীরা উপস্থিত ছিলেন