ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৬০৯ বার পড়া হয়েছে
ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
গেলো বিকেলে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন জানান, স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউপি চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, করোনা সংকট মোকাবিলায় সরকারি চাল বিতরণ না করে নিজ দপ্তরে মজুদ রাখেন এই ইউপি চেয়ারম্যান।এছাড়া ভিজিডির চাল বিতরণসহ দায়িত্ব পালনে অবহেলার নানা অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।