ত্যাগের মহিমা নিয়ে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪
- / ১৭১৯ বার পড়া হয়েছে
ত্যাগের মহিমা নিয়ে আবার এলো পবিত্র ঈদুল আজহা। ইসলাম ধর্মালম্বীদের মাঝে বইছে আনন্দ। অন্যতম বৃহৎ এ ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতায় রয়েছে ঈদের নামাজ।
দুই রাকাত ঈদের নামাজ আদায় শেষে সামর্থ্যবানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে পশু কোরবানি দেবেন। কঠোর নিরাপত্তার মধ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিনসহ প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা। মোনাজাতে বিশ্ব উম্মাহ ও দেশের মানুষের জন্য মঙ্গল কামনা করে দোয়া করা হয়। পরে ২য় ও তৃতীয় জামাতও অনুষ্ঠিত হয়। হিজরি বর্ষপুঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে।