তৃতীয়পক্ষের হস্তক্ষেপে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বাধাগ্রস্ত হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
তৃতীয় পক্ষের হস্তক্ষেপে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সাবেক সেনা কর্মকর্তা এমদাদুল ইসলামের লেখা ‘রোহিঙ্গা সংকট ও সীমান্ত রাজনীতির’ ওপর দুটি বইয়ের মোড়ক উন্মোচনে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, রোহিঙ্গা নাগরিকরা তাদের নিজ সরকারকে বিশ্বাস করে না, এজন্য তারা মিয়ানমারে ফিরে যেতে চায় না। রোহিঙ্গাদের আস্থা ফেরাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘের প্লেনারি সেশনে ভারতসহ আশপাশের কয়েকটি দেশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, যা সরকারের কুটনৈতিক সফলতা বলেও দাবি করেন তিনি।