তুষারপাতের কারণে নিউইয়র্ক শহরের সরকারি স্কুলগুলো বন্ধ ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
প্রবল তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সরকারি স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু স্কুল বন্ধ হলেও বাসা থেকেই অনলাইনে ক্লাস করতে হবে শিক্ষার্থীদের।
কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরা লকডাউনের সময় দূর-শিক্ষণে অভ্যস্ত হয়েছে। তবে বাসায় ক্লাস করার ঘোষণায় অনেককেই হতাশ হতে দেখা গেছে। করোনা ভাইরাসের আগে তুষারপাতের দিনগুলো জনপ্রিয় ছিল এবং বিশেষ করে শিশুদের জন্য আনন্দের সময় কাটতো। নিউইয়র্কে তুষারপাতের কারণে স্কুল বন্ধ রাখার ঘটনা খুব বেশি ঘটেনা । মেয়র বিল ডি ব্লাসিওর প্রথম পাঁচ বছরের সময় মাত্র সাতবার এরকম ঘোষণা এসেছে । নিউইয়র্ক শহরের শিক্ষা বিভাগ তাদের ২০২১-২২ সালের ক্যালেন্ডারে এই ঘোষণার ফলে পরিবর্তন এনেছে। শিক্ষা বিভাগ জানিয়েছে, ১৮০ দিনের ক্লাস নেয়ার শর্ত পূরণ করতে নতুন এই নীতিমালা গ্রহণ করা হয়েছে ।