তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কিশোরকে খুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / ১৭২২ বার পড়া হয়েছে
ময়মনসিংহ নগরীতে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে সামিউল সামি নামে এক কিশোর খুন হয়েছে। গতরাতে নগরীর কলেজ রোড মীরবাড়ী রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিন জানান, তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সেই সঙ্গে খুনের মূল কারণ অনুসন্ধানে পুলিশের তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





















