তীব্র তাপ ও অনাবৃষ্টিতে নদীতে ডিম ছাড়তে পারছে না মা-মাছ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
তীব্র তাপদাহ ও বৃষ্টির অভাবে মৌসুম পার হতে চললেও, দেশীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছাড়তে পারছে না মা মাছ। হালদা গবেষকরা বলছেন, মঙ্গলবারের মধ্যে চলতি অমাবশ্যার জো-তে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢল না হলে, এবছর নিজের শরীরেই
ডিম শুকিয়ে ফেলবে রুই, কাতলা, মৃগেল, কালবাউশ মাছ। তবে জেলা মৎস কর্মকর্তার দাবি, মৌসুমের ৬ষ্ঠ জো পার হয়ে গেলে, পরিমাণে কম হলেও জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত ডিম সংগ্রহের আশা রয়েছে।