তিস্তার ভাঙনে সবচে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা লালমনিরহাট
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ১৬০৭ বার পড়া হয়েছে
তিস্তার ভাঙনে সবচে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা লালমনিরহাট। জেলার চারটি উপজেলার অন্তত ১৫টি পয়েন্টে নদী ভাঙন তীব্র হয়ে উঠেছে। বিলীন হতে বসেছে আদিতমারী উপজেলার সিংগিমারী গ্রাম। ক’বছরের ব্যবধানে গ্রামের বেশিরভাগ বিলীন হয়ে যাওয়ায় অনেকে ঠাঁই নিয়েছেন বেড়িবাঁধে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা পাড়ের মহিষখোঁচা সিংগিমারী গ্রামে আঠারো বছর আগে শুরু হয় নদী ভাঙন। সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়েও ভাঙন প্রতিরোধে কোন প্রতিকার পাননি গ্রামবাসী। ভাঙতে ভাঙতে এখন পুরো গ্রাম বিলীনের পথে। সব হারিয়ে নিস্ব গ্রামবাসীর আশ্রয় এখন বেড়িবাঁধে।
এ অবস্থায় পানি উন্নয়ন বোর্ড বলছে, হঠাৎ ভাঙ্গন তীব্র হওয়ায় এবার কাজ করার সুযোগ হয়নি। তিস্তার ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবি নদীপাড়ের হাজারো অসহায় মানুষের।





















