তিন মাস বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় মাছ রফতানি শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় মাছ রফতানি আবার শুরু হয়েছে।
সকালে এক ট্রাক মাছ পাঠানোর মাধ্যমে এই রপ্তানি কার্যক্রম শুরু হয়। এর ফলে স্থলবন্দরের ব্যবসায়ীদের মাঝে প্রাণচঞ্চল্য ফিরে এসেছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, গত মার্চের ২৪ তারিখ থেকে বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার পর সোমবার সকাল থেকে পুণরায় আখাউড়া স্থলবন্দরে মাছ রফতানি শুরু হয়েছে।