তিন বছর পর খুলল সোনামসজিদ ও দর্শনা বর্ডার

- আপডেট সময় : ০২:০০:০২ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ১৮১৬ বার পড়া হয়েছে
মহামারি করোনার কারণে প্রায় তিন বছর বন্ধ থাকার পর অবশেষে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতে সোনামসজিদ ও দর্শনা বর্ডার খুলে দেয়া হচ্ছে।
গত ২ মার্চ বর্ডার দুটি পরীক্ষামূলকভাবে খুলে দেয়া হয়। তবে ১২ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের পর যাত্রী পারাপার শুরু হবে।
রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার যোগদানের পরই বন্ধ থাকা গুরুত্বপূর্ণ বর্ডার দুটি খুলে দেয়ার কাজ শুরু হয়।
সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানায়, ২০২০ সালের ১৫ মার্চ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের যাতায়াত বন্ধ করে দুই দেশের সরকার।
সংক্রমণ কমে আসার প্রায় ১৪ মাস পর ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম শুরু হয়। তবে শুধু ভারতীয় যাত্রীরা এই চেকপোস্ট ব্যবহার করে ভারত থেকে বাংলাদেশে আসতে পারছেন।
কিন্তু ভারতের অভ্যন্তরীন সমস্যার কারণে এই রুট ব্যবহার করে ভারতে যেতে পারছেন না বাংলাদেশি যাত্রীরা। সোনামসজিদ ইমিগ্রেশন যাত্রী যেতে কোনো বাধা না দিলেও ভারতীয় ইমিগ্রেশন নিতে চায় না বলে জানা গেছে।