তিন পণ্যে ভ্যাট প্রত্যাহারের প্রভাব নেই খুচরা বাজারে
- আপডেট সময় : ০৩:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
৩ পণ্যে ভ্যাট প্রত্যাহারের প্রভাব নেই খুচরা বাজারে। ভোজ্যতেলের সরবরাহ বাড়লেও কমেনি দাম। পেঁয়াজের অবস্থাও একই। তবে নতুন করে ছোলা ও চিনির দাম বাড়েনি। ব্যবসায়ীরা বলছেন, সরকারের নতুন সিদ্ধান্তের ফলে উৎপাদকরা কারসাজি করতে পারবে না। তবে শঙ্কা কাটছে না ক্রেতাদের। দেশে যে কোনো নিত্যপণ্যের দাম বাড়ার সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকর হলেও দাম কমার সিদ্ধান্তে প্রভাব পড়ে ধীর গতিতে।
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সবরকম খাদ্যপণ্য। ভরা মৌসুমেও প্রতি কেজি পেঁয়াজের দাম এখন ৭০ টাকা। দুই সপ্তাহের ব্যবধানে এ পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকারও বেশি। এর পেছনে সিন্ডিকেটকে দায়ী করছে খুচরো ব্যবসায়ীরা।
কবে মানুষ স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনেছেন তা আর মনে পড়ছে না ক্রেতাদের। সবকিছুর মূল্য বৃদ্ধির কারণে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য করতে না পারায় দিশেহারা মানুষ। বার বার বাজার মনিটরের দাবি জানলেও সে বিষয়ে সরকারের কার্যকর কোন উদ্যোগ না থাকায় বরাবরের মত আবারও ক্ষোভ প্রকাশ করেন বাজারে আসা ক্রেতারা।
এদিকে, আবারও দাম বেড়েছে ব্রয়লারসহ সব ধরণের মুরগীর। কয়েকদিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকা। শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও ৫০ থেকে ৬০ টাকার কমে পাওয়া যায়না কোনো সবজি। কোন কোন সবজির দাম কেজিতে ১০০ টাকারও বেশি।
আর সরবরাহের ঘাটতির অজুহাতে গরু মাংসেরও দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ৭০ টাকা।
প্রতিনিয়ত দাম বাড়ার ফলে খাদ্যপণ্য ক্রয়ে সাধারণ মানুষের এখন নাকাল।
রমজানের আগেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপের দাবি সাধারণ মানুষের।










