তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
 - / ২২১৫ বার পড়া হয়েছে
 
টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দিনাজপুরে।
দিনাজপুর শহরের পুনর্ভবা নদীসংলগ্ন বীজতলা রক্ষায় সকালে পানি দিলেও সারাদিন রোদ না থাকায় বিকেলে সে পানি বের করে দিয়ে বীজতলা রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষক। বোরো বীজতলা রক্ষা করতে না পারলে ধান উৎপাদনের খরচ বাড়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক।
এদিকে জেলার ১৩টি উপজেলার সবজি চাষীরা প্রচন্ড কুয়াশায় সবজি ক্ষেত নিয়েও পড়েছে দুশ্চিন্তায়। কৃষি কর্মকর্তাদের সহযোগিতা না পাবার অভিযোগ তাদের।
তবে কৃষি কর্মকর্তারা বোরো বীজতলা রক্ষায় পলিথিন দিয়ে মুড়িয়ে রাখাসহ বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। দিনাজপুর জেলায় এ বছর ১৫ হাজার হেক্টর জমিতে ৭শ’ কোটি টাকার বিভিন্ন ধরনের শাক-সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।
																			
																		















