তিন দিনের সফরে সুইজারল্যান্ডের পথে প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ১৯৩৫ বার পড়া হয়েছে
তিন দিনের সফরে সুইজারল্যান্ডের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগদান উপলক্ষে এই সফর তার।
সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে জেনেভার উদ্দেশ্যে রওনা হন তিনি। স্থানীয় সময় বিকেল ৫টায় জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
সফরকালে প্রধানমন্ত্রী সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট, মাল্টার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বেলা, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাফোসার সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া আরও কিছু কর্মসূচি রয়েছে তার। সফর শেষে ১৬ জুন স্থানীয় সময় সকাল ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।