তিন উইকেটে ২২২ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
পাকিস্তানের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থায় স্বাগতিক নিউজিল্যান্ড। রস টেইলর এবং কেন উইলিয়ামসনের ব্যাটিং দৃঢ়তায় তিন উইকেটে ২২২ রান নিয়ে দিন শেষ করেছে কিউইরা।
অবশ্য টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নিউজিল্যান্ড। শাহিন আফ্রিদির শিকার হয়ে মাত্র চার রানে আউট হন টম লাথাম। ব্যর্থতার পরিচয় দেন আরেক ওপেনার টম ব্লান্ডেলও। ফিরেন দলীয় ১৩ রানে। ব্যাটিং বিপর্যয়ে পড়া কিউইরা ঘুরে দাঁড়ায় কেন উইলিয়ামসন এবং রস টেইলরের তৃতীয় উইকেট জুটিতে। তাদের ১২০ রানের প্রতিরোধ ভাঙ্গে টেইলরের ৭০ রানের বিদায়ে। এরপর হেনরি নিকোলসকে নিয়ে দিনের বাকি সময় পার করেন কিউই অধিনায়ক।উইলিয়ামসন ৯৪ ও নিকোলস অপরাজিত আছেন ৪২ রানে। তিনটি উইকেটই নিয়েছেন শাহিন আফ্রিদি।






















