তিনমাস ধরে মাদারীপুর সদর উপজেলায় সাব-রেজিস্টার নেই
																
								
							
                                - আপডেট সময় : ০৩:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
 - / ১৮০৮ বার পড়া হয়েছে
 
তিনমাস ধরে মাদারীপুর সদর উপজেলা সাব-রেজিস্টার না থাকায় নিয়মিত দলিল করতে পারছেন না সেবাপ্রত্যাশীরা। বার বার অফিসে আসা-যাওয়ায় খরচের সাথে বেড়েছে লাগামহীন ভোগান্তি। আর জমি বিক্রির অর্থ না পাওয়ায় অনেকের আটকে আছে বিদেশযাত্রা, রোগীদের উন্নত চিকিৎসা সেবা নানান জটিলতা। এতে ক্ষুব্ধ দলিল লেখকরা। আর অসহায়ত্বের কথা জানান অফিসের কর্মকর্তারা।
তিনমাস ধরে দলিল রেজিস্ট্রি হয় না, তাই অফিসে নেই দাতা-গ্রহীতার তেমন আনাগোনা। অধিকাংশ সময় খালি পড়ে থাকে চেয়ার-টেবিল। এমন চিত্র মাদারীপুর সদর উপজেলা সাব-রেজিস্টার অফিসের। নিয়মিত বদলির অংশ হিসেবে সদর উপজেলায় সাব-রেজিস্টার অন্যত্র চলে যান। পরে সপ্তাহে দুই থেকে তিনদিন দলিল রেজিস্ট্রি করার জন্য শিবচর উপজেলার কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়। সেটিও মাঝে মাঝে হয়ে যায় অনিয়মিত। এতে বার বার অফিসে আসা-যাওয়ায় অর্থের অপচয়ের সাথে বেড়েছে ভোগান্তি।
বিষয়টিতে ক্ষোভ জানিয়ে সমিতির নেতারা বলছেন, নিয়মিত সাব-রেজিস্টারের মাধ্যমে দলিল করতে না পারায় সরকার হারাচ্ছে রাজস্ব। আর অফিসের কর্মকর্তারা জানান, নতুন অফিসার দেয়ার ব্যাপারে একাধিকবার উর্দ্ধতন কর্তৃপক্ষ আশ্বাস দিলেও মিলছে না সমাধান। স্বাভাবিক সময়ে সদর উপজেলা সাব-রেজিস্টার অফিসে মাসে ৮’শ থেকে ১ হাজার দলিল রেজিষ্ট্রি হয়। আর মাসে এর থেকে ৫-৭ কোটি টাকার রাজস্ব আয় করে সরকার।
																			
																		
















