তালেবানদের মত অবস্থা হবে ক্ষমতাসীনদের : মির্জা আব্বাস

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
তালেবানদের মত অবস্থা হবে ক্ষমতাসীনদের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি।
জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেনর মির্জা আব্বাস। এসময় তিনি সরকারের বিরুদ্ধে হুঁশিয়ার করে বলেন, এখন থেকে আর মিটিং মিছিলে অনুমতি নেয়া হবে না। সমাবেশ দলের আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় সংসদ বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী নির্বাচনে মহাজালিয়াতি হবে। তাই সরকারের বিদায় ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়।