তারেক রহমানকে বিএনপির আন্দোলনে শরীক হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / ১৮৩০ বার পড়া হয়েছে
দেশে ফিরে তারেক রহমানকে বিএনপির আন্দোলনে শরীক হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আমন্ত্রণ জানান। তিনি বলেন, টেমস নদীর ওপার থেকে আন্দোলনর ডাক না দিয়ে জেলে যাওয়ার সাহস থাকা উচিত। এসময় তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করেন বলেন, দেশের মানুষ রিমোট কন্ট্রোল নয় রাজপথের নেতায় বিশ্বাসী। ওবায়দুল কাদের আরো বলেন, ক্ষমতায় যেতে হলে দেশে ফেরার কোন বিকল্প নেই।
গণশাস্তির জন্য বিএনপিকে অপেক্ষা করতে বলেছেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, স্বতন্ত্রদের কাছে ক্ষমতাসীনদের হেভিওয়েট প্রার্থীরা হেরে গেলে দলের কোন সমস্যা হবে না। যাদের ট্যাক্স, বিল, ব্যাংক ঋণ পরিশোধ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।























