তারবিহীন নগরী গড়ার কথা বলে, সিলেটে ফের সড়কের উপর দিয়ে বিদ্যুতের তার টানছে সংশ্লিষ্টরা
- আপডেট সময় : ০৫:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / ১৬০৪ বার পড়া হয়েছে
তারবিহীন নগরী গড়ার কথা বলে, সিলেটে ফের সড়কের উপর দিয়ে বিদ্যুতের তার টানছে সংশ্লিষ্টরা। সিটি মেয়র বলছেন, কারিগরি ত্রুটি এড়াতে মাটির নিচ দিয়ে তার টানার পাশাপাশি খুঁটি বসিয়েও টানা হচ্ছে। দ্বৈত ব্যবস্থা নিয়ে নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।
২০১৭ সালে সিলেট নগরীতে শুরু হয় ভূগর্ভস্থ বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রকল্প।মাস ছয়েক আগে শাহজালাল মাজারের ৩০০ মিটার সড়ক তারবিহীন করে নান্দনিক সিলেটের প্রশংসাও অর্জন করে।বর্তমানে আবার নগরীর প্রধান সড়কের মাঝখানেই বসানো হচ্ছে বিদ্যুতের খুঁটি। এর উপর দিয়ে ১১ কেভির বিদ্যুত লাইন টানা হবে বলে জানান সংশ্লিষ্টরা। বিদ্যুত বিভাগ এবং সিটি কর্পোরেশনের এমন কর্মকান্ডে হতবাক নগরবাসী।
শুরুতে সংশ্লিষ্টরা বলেছিলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে নগরী হবে তারবিহীন। কিন্তু, এখন বলছেন অন্যকথা। যদিও মেয়র বলছেন, এই ব্যবস্থা আপদকালীন। নগরীর নান্দনিকতা রক্ষায় সিটি কর্পোরেশনকে আরো দায়িত্বশীল হতে হবে বলে মনে করে, নগরবাসী।
















