তাফসির মো. আউয়ালকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ দুদকের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মো. আউয়ালকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান দুদক সচিব মো দিলাওয়ার বখত।
এর আগে ২য় বারের মতো দুদক কার্যালয়ে হাজির হন মাল্টিমোড লিমিটেডের মালিক তাফসির আউয়াল। দুদক কর্মকর্তারা জানান, নিউইয়র্ক ও লন্ডনে একাধিক ব্যাংক হিসাব খুলে তার মালিকানাধীন কোম্পানি কোটি কোটি টাকা লেনদেনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে এই জিজ্ঞাসাবাদ করেন। এর আগে ৩১ আগস্ট তাকে প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের কাছে তাফসির বলেন, দুদক তার কাজ করছে এবং তিনি সব প্রশ্নের জবাবও দিয়েছেন।