তানু হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা স্বেছাসেবক দলের বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৭৭৫ বার পড়া হয়েছে
তানুকে হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা স্বেছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি কার্যালয় থেকে শহরের দাস বেকারীর মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিলটি ঘুরে কার্যালয় চত্বরে ফিরে সমাবেশ করেন নেতাকর্মীরা। বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক স্বপনসহ অন্যরা।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সলিমুল্লাহ লাভলুর খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলার মান্দারতলী বাজারে এই মানববন্ধন হয়।