তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন মানবে না জনগণ : মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে, কখনোই গ্রহণযোগ্য ও অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। দেশের মানুষ এধরণের নির্বাচনে অংশ নেবে না।
ঠাকুরগাঁওয়ে নিজের বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনকেই তারা মানেন না। তাদের রোডম্যাপ সম্পর্কে কোনো বক্তব্য নেই। তিনি বলেন, শুধু জেলা পরিষদ নির্বাচন নয়, কোনো নির্বাচনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখতে চায় না আওয়ামী লীগ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে জয়লাভ করতে চায় তারা। মির্জা ফখরুল বলেন, ভারত থেকে কিছুই আনতে পারেননি প্রধানমন্ত্রী। তিস্তা ও অভিন্ন নদীগুলোর সমস্যা, সীমান্ত হত্যাসহ ঝুলে থাকা অমীমাংসিত বিষয়ে সমাধান করতে পারেননি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।