ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বিএনপি যাচাই বাছাই না করে ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরাধীদের পক্ষ নিয়ে নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপন দলটির রেওয়াজে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার সকালে বাসভবনে নিয়মিত ব্রিফিং-এ এসব কথা বলেন ওবায়দুল কাদের। সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ কল্পিত উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়। রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা দেয়া বা আদালতের উপর হস্তক্ষেপের প্রশ্নই আসে না বলে দাবি করেন তিনি। অস্ত্রসহ আটক অপরাধীদের পক্ষে বিবৃতি দিয়ে বিএনপি মুক্তি দাবি করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন- এই দলটি স্বাভাবিক আইনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে।























