ঢামেক’র রান্নাঘরের পেছনে পাওয়া গেল এক যুবকের মরদেহ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের রান্নাঘরের পেছন থেকে সকাল ১০টার দিকে মো. রাসেল নামের এক যুবকের মরদেহ পাওয়া গেছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
রাসেলের বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর। তিনি গাজীপুরে থাকতেন। রাসেলের এক আত্মীয় জানান, দুই বছর ধরে রাসেল হাড়ক্ষয়সহ নানা রোগে ভুগছিলেন। কয়েক দিন আগে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক ফারুক আলী মণ্ডল গণমাধ্যমকে জানান, যুবককে হত্যা করা হয়েছে কিনা, ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না।