ঢাবির ‘খ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৪:৫১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
 - / ১৬০৩ বার পড়া হয়েছে
 
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা ও বিভাগীয় সাতটি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেয়া হয় । ‘খ’ ইউনিটে মোট আবেদন করেন ৫৮ হাজার ৫৬৫ জন। আসন সংখ্যা ১ হাজার ৭৮৮। প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৩৩ জন পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল সোয়া ১১টায় কলা ভবনস্থ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
																			
																		














