ঢাকা-১৮ উপ-নির্বাচনে জাতীয় পার্টি শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবে :জি এম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ঢাকা-১৮ উপ-নির্বাচনে জাতীয় পার্টি শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবে বলে জানিয়েছেন জাতীয়পার্টি চেয়ানম্যান জি এম কাদের।
দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ঢাকা ১৮ আসনের অন্তর্ভুক্ত জাতীয় পার্টির সাতটি থানার নেতাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি । জি এম কাদের বলেন, একটি গণতান্ত্রিক দল হিসেবে জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশ গ্রহণ করছে। যারা নির্বাচনে দলীয় প্রার্থীর সাথে কাজ করবে না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি । এ সময় সভায় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। পরে জাতীয় পার্টি প্রতিটি নেতা-কর্মীকে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস পালন করার নির্দেশ দেন।