ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা অংশে সড়ক দুর্ঘটনার অন্যতম কারন তিন চাকার যানবাহন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা অংশে ৩২ কিলোমিটার এলাকা জুড়ে চলছে তিন চাকার যানবাহন। গত এক মাসে প্রায় অর্ধ শতাধিক সড়ক দুর্ঘটনা হয়েছে। যার অন্যতম কারন মহাসড়কে নিষিদ্ধ এই যানবাহন ।
দেশে সড়ক মহাসড়কে দূর্ঘটনা কমিয়ে আনতে ধীরগতির যানচলাচল একাধিকবার বন্ধের ঘোষণা করে সরকার। নিষেধাজ্ঞার পরও জেলার গোবিন্দগঞ্জ থেকে ধাপেরহাট পর্যন্ত ৩২ কিলোমিটার মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে যানগুলো। ফলে ঘটছে ছোট বড় অনেক দুর্ঘটনা।
অলিগলি থেকে বেড়িয়ে অনিয়মতান্ত্রিক যাত্রী উঠা নামার কারণ ঘটছে দুর্ঘটনা। এমন অবস্থায় তিন চাকার বাহনের চালকদের সঙ্গে কথা বললে মহাসড়কে আসার ব্যাপারে নানা অজুহাত দেয় তারা।
চালকদের সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
দ্রুত মহাসড়ক থেকে এই সব অবৈধ যানবাহন বন্ধের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।