ঢাকা দক্ষিণ সিটির সাবেক ও বর্তমান দুই মেয়র লুটেরা ও দুর্নীতিবাজ: রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটির সাবেক ও বর্তমান দুই মেয়রকে লুটেরা ও দুর্নীতিবাজ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, দুজনই রাজপথে দাঁড়িয়ে প্রকাশ্যে একে অপরের দুর্নীতি ও লুটপাটের ফিরিস্তি দিচ্ছেন। এতেই স্পষ্ট যে- দু’জনই লুটেরা, দু’জনই দুর্নীতিবাজ। এতে সরকারেরও থলের বেড়াল বেরিয়ে পড়েছে বলে দাবি করেন রুহুল কবির রিজভী। এসময় তিনি দুর্নীতি দমন কমিশনের সমালোচনা করে বলেন, সরকার তা নিজ দলের এসব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। দুদক শুধু বিরোধীদের নিধনের জন্য সাজানো হয়েছে। অসাংবিধানিক সরকারের কাণ্ডজ্ঞানহীনতার কারণে গত এক যুগ ধরে জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের সরকার চেপে বসে গুম, খুন, অপহরণ, ও লুটপাট করছে বলেও াভিযোগ করেন তিনি।