ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে ১০৭ রানে পিছিয়ে বাংলাদেশ

- আপডেট সময় : ০৯:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে ১০৭ রানে পিছিয়ে বাংলাদেশ। দিন শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৩৪ রান।
তৃতীয় দিনে ৫ উইকেটে ২৮২ রান নিয়ে খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে তৃতীয় দিন প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল খেলা। এজন্য আজ ত্রিশ মিনিট আগে শুরু হয়েছে খেলা। ম্যাথিউস ৫৮ এবং চান্দিমাল ১০ রান নিয়ে শুরু করে চতুর্থ দিনের খেলা। পরে, শতক তুলে নেন দু’জনই। তবে, দু’জনের ১৯৯ রানের জুটি ভাঙ্গেন ইবাদত হোসেন। দিনেশ চান্দিমাল ফিরে যায় ১২৪ রানে। এরপর বাকিদের আসা-যাওয়ার মিছিলে ৫০৬ রানে থামে লঙ্কানদের ইনিংস। ১৪৫ রানে অপরাজিত থাকেন ম্যাথিউস। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা না খুলেই সাজঘড়ে ফেরেন তামিম ইকবাল। নাজমুল হোসেন শান্ত ফেরেন ২ রানে। এদিনও ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক মুমিনুল হক। রাজিথার বলে আউট হন শুন্য রানে। ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে ১৫ রান। মুশফিক ১৪ ও লিটন দাস ১ রানে অপরাজিত আছেন।