ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১৭০২ বার পড়া হয়েছে
ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ। দুপুর ২টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই- এই পাঁচ উপজেলা নিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ গঠিত।
ইতোমধ্যে সম্মেলনস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা। সম্মেলন উদ্বোধন করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। প্রধান অতিথি থাকবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন বেনজির আহমেদ এমপি। এদিকে সম্মেলন ঘিরে পদ পেতে আগ্রহীদের দৌঁড়ঝাঁপ চলছে। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপজেলার তৃণমূল নেতাকর্মীদের কদর বেড়েছে। সমর্থন আদায়ে পদ-প্রত্যাশীরা যোগাযোগ রাখছেন সার্বক্ষণিক।


















