ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। সকাল থেকেই মহাসড়কের ঢাকাগামী লেনে যানজট শুরু হয়।
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর এলাকায় ঢাকা লেনের সড়ক সংস্কারের কাজ চলায় প্রায় ২২-২৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার রহমত উল্যাহ্ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাজারের কাছাকাছি অংশে সড়ক সংস্কারের কাজ চলছে। সংস্কার কাজ ২৪ ঘণ্টা চলমান থাকায় মহাসড়কের ঢাকামুখী মাত্র একটি লেনে গাড়ি চলতে পারে।এতে গাড়ির চাপ সৃষ্টি হলে মাধাইয়া এলাকা থেকে গৌরীপুর হয়ে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত যানজট লেগে যায়।