ঢাকা গড়তে ১৩ দফা এবং ১৪৪ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা : ইশরাক হোসেন
- আপডেট সময় : ০২:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
আধুনিক ও বিশ্বমানের বাসযোগ্য ঢাকা গড়তে ১৩ দফা এবং ১৪৪ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।
দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন তিনি। তিনি বলেন, নাগরিক সেবা ও ঢাকার ঐতিহ্য রক্ষা করে নগরীর সৌন্দর্য বৃদ্ধি করা হবে। যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন, ওয়ার্ডভিত্তিক ব্যায়ামাগার আধুনিক করা হবে। তিনি বলেন, নগরবাসীকে সস্তা দামে বিষমুক্ত খাবারের ব্যবস্থা করতে বিশেষ স্থানে কৃষক মার্কেট ও নাইট মার্কেট চালু করা হবে। রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। নদী দূষণ রোধ করে নদী পর্যটন চালু করা হবে। দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ইশরাক প্রতিশ্রুতি দেন, সামাজিক ও মানবিক মূল্যবোধ, গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা, ঐতিহ্য ও আধুনিকতার সম্মিলনে মাদকমুক্ত, যানজট-দূষণমুক্ত, মশা ও জলাবদ্ধতামুক্ত ভারসাম্যমূলক ও পরিবেশ সম্মত বিশ্বমানের বাসযোগ্য এক অত্যাধুনিক ঢাকা গড়ে তুলবেন।















