ঢাকায় মক্কার পবিত্র জমজমের পানি বিক্রি বন্ধ রাখার নির্দেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- / ১৭৮০ বার পড়া হয়েছে
ঢাকায় মক্কার পবিত্র জমজমের পানি বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার। পানির উৎস জানতে মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি।
সকালে অধিদফতরের সভাকক্ষে মতবিনিময় শেষে অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুজ্জামান জানান, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, অবৈধভাবে জমজমের পানি বিক্রি এবং বাণিজ্যিকীকরণ করা হয়েছে। এ নিয়ে করণীয় নির্ধারণ করবে মার্কেট কমিটি।তারা আগামী বুধবারের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাবেন। তারপর ক্যাব সিদ্ধান্ত নেবে।
নিষেধাজ্ঞা অমান্য করলে, প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের মহাপরিচালক।