ঢাকায় পৌঁছালো চীন থেকে কেনা আরও ২০ লাখ ডোজ করোনার টিকা

- আপডেট সময় : ০২:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ঢাকায় পৌঁছালো চীন থেকে কেনা আরও ২০ লাখ ডোজ করোনার টিকা। গেলো রাতে দুটি বিমানে করে ভ্যাকসিন গুলো আনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সিনোফার্মের তৈরী টিকাগুলো বুঝে নেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক।
করোনা সংক্রমণের আঘাতে বিপর্যস্ত স্বাস্থ্যখাত। দেশে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার। মানুষকে নিরাপদ রাখতে বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আনার ব্যবস্থা করছে সরকার। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ও রোববার ভোররাতে চীন থেকে ২০ লাখ ডোজ করোনার টিকা এলো দেশে।
এই টিকায় স্বস্তি ফিরে পাবে দেশের মানুষ। সিনোফার্ম থেকে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি হয়েছে। ধাপে ধাপে এসব টিকা দেশে আনা হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব।
চীন থেক প্রাপ্ত ভ্যাকসিন রাখা হবে গাজীপুরে বেক্সিমকো ফার্মার ওয়্যার হাউসে। পরে তারা স্বাস্থ্য অধিদপ্তরের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় টিকা পৌঁছে দেয়ার কাজটিও করবে।
এদিকে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার আরও ৩৫ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। আগামীকাল সোমবার সেই চালান দেশে আসার কথা রয়েছে।