ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হয়েছে, যুক্তরাষ্ট্র সেটি কোনোভাবেই সমর্থন করে না : ডোনাল্ড লু

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ১৭২৪ বার পড়া হয়েছে
ঢাকায় রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।
মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে পাঠানো এক বার্তায় ডোনাল্ড লু বলেন, ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সকল সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে। একজন পুলিশ অফিসার ও একজন রাজনৈতিক কর্মীর নিহত হওয়া ও একটি হাসপাতালে আগুন দেয়ার যে ঘটনাগুলোর খবর জানা গেছে- তা গ্রহণযোগ্য নয়।
সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানো সহিংসতাও গ্রহণযোগ্য নয়। তিনি সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহ্বান জানান। এদিকে, একই ঘটনায় আলাদা বিবৃতি দিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, শনিবার ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হয়েছে, যুক্তরাষ্ট্র সেটি কোনোভাবেই সমর্থন করে না। রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।