ঢাকাসহ সব সিটিতে চলছে গণপরিবহন

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকা সহ জেলার রাস্তায় চলছে গণপরিবহন। ঊর্ধ্বমুখী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে১৪ এপ্রিল থেকে শুরু হয় সরকার ঘোষিত বিধিনিষেধ।
টানা তিন দফা লকডাউন শেষে ভোর থেকে বিধি মেনে অর্ধেক যাত্রী এবং বর্ধিত ভাড়ায় চলাচল শুরু হয়েছে গণপরিবহনগুলো। তবে বন্ধ দূরপাল্লার বাস- লঞ্চ ও ট্রেন চলাচল। এতে সব সরকারি, আধা সরকারি ও বেসরকারি দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থল এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। দোকানপাট ও শপিংমল খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে সবাইকে কঠোরভাবে মাস্ক পরাসহ সুরক্ষাবিধি মেনে চলতে বলা হয়েছে।