ঢাকার হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির গরু
- আপডেট সময় : ০৭:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৯৮২ বার পড়া হয়েছে
ঢাকার হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির গরু। এবারের হাটে ক্রেতা-বিক্রেতাদের জন্য জুড়ে দেয়া হয়েছে ৪৬টি শর্ত। আগামী ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত রাজধানীর ২১টি স্থানে গরুর হাট বসানোর অনুমোদন দিয়েছে দুই সিটি কর্পোরেশন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এরই মধ্যে ট্রাকসহ বিভিন্ন পরিবহনে গবাদীপশু ঢাকায় আনছেন খামারী ও ব্যবসায়ীরা। নির্ধারিত সময়ের আগেই জমে উঠেছে গাবতলী, হাজারীবাগ, জিগাতলা, মেরাদিয়াসহ বিভিন্ন এলাকায় গরুর হাট।
রাজধানীর ২১টি পয়েন্টে বসতে শুরু করেছে কোরবানির গরুর হাট। কঠোর বিধিনিষেধ শিথিল করার প্রথম দিন গরুর হাটগুলোতে বিক্রেতারা কোরবানির পশু নিয়ে আসলেও এখনো অনেকটাই ক্রেতাশূন্য। তবে খামারী ও ব্যবসায়ীরা আশা করছেন, ভারতীয় গরু না এলে এবার পশুর দাম ভালো পাবেন তারা।
কোরবানী উপলক্ষে ৮ দিনের জন্য কঠোর বিধিনিষেধ শিথিল করার খুশী গরু ব্যবসায়ীরা। গত বছরের কোরবানিতে এক কোটি ১৮ লাখ কোরবানির পশুর চাহিদা থাকলেও করোনার কারণে বিক্রি হয়েছিল ৯৪ লাখ পশু। এবছর এক কোটি ১৯ লাখ কোরবানিযোগ্য পশু রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ এবং সামাজিক দুরত্ব মেনেই কোরবানীর পশু কেনাবেচা হবে।






















