ঢাকার ধামরাই, পাবনা ও নেত্রকোনায় চারজনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাই, পাবনা ও নেত্রকোনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকার ধামরাইয়ে শ্বশুর বাড়ি থেকে জুলেখা আক্তার শিখা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ওই গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন পুলিশকে জানায়, রাতের কোন এক সময়ে গৃহবধূ শিখা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
পাবনার আটঘরিয়ায় গোপালপুর গ্রামে নিখোঁজের চারদিন পর বাড়ির পাশের হলুদ ক্ষেত থেকে রাজন খাতুন নামের এক বিধবা নারীর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়রা মরদেহটি দেখে থানায় খবর দেয়।
নেত্রকোনার কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের বাওশালী রাজনগর এলাকায় গুমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় দুপুরে ধর্মপাশার ইতানগর গ্রামের হান্নান মিয়ার ছেলে রতন মিয়া ও একই গ্রামের আব্দুল ওয়াহাবের মেয়ে মনিরা আক্তারের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।