ঢাকার ধামরাই, খুলনা ও ঠাকুরগাঁয়ে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

- আপডেট সময় : ১২:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাই, খুলনা ও ঠাকুরগাঁয়ে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
ধামরাইয়ে করোনায় আক্রান্ত হয়ে ভোরে আনসার আলী নামে ষাটোর্ধ এক বৃদ্ধ মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর রিফফাত-আরা তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, করোনায় আক্রান্ত হয়ে এ উপজেলায় এটাই প্রথম কোন ব্যক্তির মৃত্যু। ধামরাইয়ের কাকরাইনে নিজ বাড়িতে আনসার আলী মারা যান। তিনি পেশায় ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানভীর আলম বাবু নামের এক যুবক করোনায় মারা গেছেন। সকাল ৮টার দিকে আইসিইউতে থাকা অবস্থায় তিনি মারা যান। জানাযায়, তানভীর ঢাকার একটি মোবাইল সফটওয়ার কোম্পানিতে চাকরী করতেন।
ঠাকুরগাঁও জেলায় এই প্রথম একজন করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের ঢাকা ফেরত আমেনা খাতুন করোনা উপসর্গে মারা যান গত ২৪ মে। মৃতের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে পাঠানোর পর রোববার রাতে তার পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানান সিভিল সার্জন ডা মাহফুজার রহমান সরকার।