ঢাকায় মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
১০ ডিসেম্বর কোনও আল্টিমেটাম নয়। সেদিন মহাসচিব নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক আবদুস সালাম।
রাজধানীর নয়াপল্টনে ১০ ডিসেম্বর মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কার্যালয়ে চিঠি দিতে এসে এ কথা জানান বিএনপি নেতারা। সমাবেশ ঘিরে আওয়ামী লীগ যেনো কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখতে ডিএমপির প্রতি আহ্বান জানায় দলটি। আবদুস সালাম বলেন, আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গ্রেফতার অভিযান বন্ধ করতে হবে। সরকারি দল ভয়ভীতি দেখিয়ে আতংক সৃষ্টি করতে চায়। ডিএমপির উপ-কমিশনার ফারুখ হোসেন বলেন, সমাবেশের অনুমিত পত্র গ্রহণ করা হয়েছে। সমাবেশ ঘিরে কোন হুমকি আছে কিনা, সে বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনের ভিত্তিতে অনুমতি দেয়া হবে।