ড. আসিফ নজরুলকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ১৮৫১ বার পড়া হয়েছে
আগামীতে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাকে বিদেশের মাটিতে লাঞ্ছিত বা অপদস্থ করার অপচেষ্টা হলে কঠিন পরিণতির হুশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্থার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ হুশিয়ারি দেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন। তিনি বলেন, শুধু দেশে নয়, আন্তর্জাতিক আদালতেও হেনস্থাকারীদের বিচারের মুখোমুখি করা হবে। দেশে-বিদেশে ফ্যাসিস্ট সরকারের দোসররা সরকার বিরোধী ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন জয়নুল আবেদীন। একই সঙ্গে সবাইকে দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান এ জ্যেষ্ঠ আইনজীবী। দ্রুত নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্ব হস্তান্তর প্রয়োজন বলেও মন্তব্য করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।