কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের সদস্য খলিল নিহত
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১১:৫৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
- / ১৭৬৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের সদস্য খলিল নিহত হয়েছে।
পুলিশ জানায়, গেলো রাত সোয়া ১ টার দিকে ময়মনসিংহ শহরের বাদেকল্পা এলাকায় কিছু আন্তঃজেলা চোরচক্রের সদস্যরা চোরাই অটোরিকশা কেনাবেচা করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে চোরচক্রের সদস্যরা গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে চোরচক্রের সদস্যরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় খলিলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দু’টি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।

 
																			 
																		















