ডিজিটাল বাংলাদেশের সুফল দেশের ১৭ কোটি মানুষ পাচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
ডিজিটাল বাংলাদেশের সুফল দেশের ১৭ কোটি মানুষ পাচ্ছে বলে জানিয়ছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সকালে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ দিবসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ২০০৮ সালের প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণা করেছিলেন এবং তা দেশের প্রতিটি গ্রামে পৌঁছে দিয়ে তা প্রমাণ করেছেন। নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশ অপব্যবহার না করারও আহ্বান জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ উপস্থিত ছিলেন।











