ডিজিটাল বাংলাদেশের রূপরেখা বাস্তবায়ন মহামারীতেও অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৩:১৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
ডিজিটাল বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নের কারণেই মহামারীর মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ডেল্টা প্ল্যান ২১০০ কনফারেন্সে প্রধানমন্ত্রী অংশ নিয়ে বলেন, জয়বায়ুর প্রভাব মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সকল পদক্ষেপ নেয়া হচ্ছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা করে চলেছে। নতুন প্রজন্মের জন্যই বদ্বীপ পরিকল্পনা ও ২১০০ সালের জন্য ডেল্টাপ্লেন হাতে নিয়েছে সরকার। জলবায়ূ পরিবর্তন বিবেচনায় নিয়ে ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। কনফারেন্সে প্রধানমন্ত্রী মন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভিন্ন নদীর পানির হিস্যা আদায় বা সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকারই পদক্ষেপ নিয়েছে। এর বাইরে আর কোনো সরকারের কোনো পদক্ষেপ ছিল না। প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ নামক এই ব-দ্বীপকে এমনভাবে গড়ে তুলতে হবে, যেন ভবিষ্যত প্রজন্ম এখানে সুন্দর ভাবে টিকে থাকতে পারে।