ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুসতাক আহমেদ কারাগারে মারা গেছেন
- আপডেট সময় : ০৩:০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার লেখক মুসতাক আহমেদ কাশিমপুর কারাগারে মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।
তার বয়স হয়েছিল ৫৩ বছর। গুরুতর অসুস্থ মুসতাক আহমেদ গত বছরের মে মাস থেকে কারাবন্দী ছিলেন। আজ মুস্তাক আহমেদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। কারাসূত্র জানায়, মুসতাক কারাগারে মাথা ঘুরে পড়ে যান। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কাশিমপুর কারাগার থেকে ওই বন্দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বাণিজ্যিকভাবে কুমির চাষের অন্যতম পথিকৃত ছিলেন তিনি। গত ১১ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মুস্তাক আহমেদ ও চিন্তাবীদ দিদারুল ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এদিকে, মুস্তাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনের কর্মীরা।























