ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার লেখক মুসতাক আহমেদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

- আপডেট সময় : ০৫:৫২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার লেখক মুসতাক আহমেদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কাশিমপুর কারাগারে মারা যান তিনি।
তার বয়স হয়েছিল ৫৩ বছর। কারাসূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মুসতাক কারাগারে মাথা ঘুরে পড়ে যান। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কারাগার থেকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় লেখক মুসতাক আহমেদকে। বাণিজ্যিকভাবে কুমির চাষের অন্যতম পথিকৃত ছিলেন তিনি। গুরুতর অসুস্থ মুসতাক আহমেদ গত বছরের মে মাস থেকে কারাবন্দী ছিলেন। ২০১৯ সালের ১১ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মুস্তাক আহমেদ ও চিন্তাবিদ দিদারুল ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।