ডিইউজে’র নির্বাচনে সভাপতি কুদ্দুস আফ্রাদ এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী তপু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে’র নির্বাচনে সভাপতি হয়েছেন কুদ্দুস আফ্রাদ এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাজ্জাদ আলম খান তপু। তারা দু’জন একই প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।
রাতে প্রধান নির্বাচন কমিশনার কাশেম হুমায়ূন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটপর্ব। নির্বাচনে তিন হাজার ১৬০ জন ভোটারের মধ্যে দুই হাজার ৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে পাঁচ প্যানেলে ৮৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৮ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন, প্রচার সম্পাদক পদে ৪ জন,জনকল্যাণ সম্পাদক পদে ৫ জন এবং নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৯ জন প্রার্থী।