ডাকসু ভিপি নুরুল হক নুরসহ ২৪ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৬০১ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ডাকসু ভিপি নুরুল হক নুরসহ ২৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে রাজধানীর চার্টার্ড বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী তুহিন ফারাবিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
তুহিন ফারাবির বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। একই সঙ্গে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক। গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসা নিচ্ছেন ভিপি নুরুল হক নুরও। গতকাল দুপুরে ডাকসু ভিপির কক্ষে এই হামলা হয়। এর আগেও কয়েকবার নুরের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে।





















