ঠাণ্ডায় বিপদে পড়েছেন নওগাঁর নৃগোষ্ঠীর মানুষেরা
- আপডেট সময় : ০৫:৩৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে দিন দিন বেড়েই চলেছে শীতের প্রকোপ। ফলে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। অন্যদিকে, ঠাণ্ডায় নওগাঁর নৃগোষ্ঠীর মানুষও পড়েছেন বিপদে। শীতবস্ত্রের জন্য প্রতিবছর মুখিয়ে থাকেন নৃগোষ্ঠীর সদস্যরা।
দেশের প্রান্তিক জেলা পঞ্চগড়ে দিন দিন শীতের প্রকোপ বেড়েই চলেছে। হিমেল হাওয়া ও কনকনে শীতে বির্পযস্ত জনজীবন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। এদিকে, গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া বইছে নওগাঁয়। বেশিরভাগ দিন সকাল থেকে বিকেল পর্যন্ত সুর্যের দেখা মিলছেনা। সীমাহীন দুর্ভোগে পড়েছেন এই অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ।
তাদের জীবন নির্ভর করে প্রতিদিনের কাজের উপর। কিন্তু, শীতের তীব্রতায় নিয়মিত কাজে যেতে পারছেন না অনেকেই। শীতার্তদের সহযোগিতায় প্রশাসন ও বিভিন্নসংস্থার উদ্যোগ চোখে পড়লেও, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উপেক্ষিতই থাকে প্রতিবছর। তাদের আলাদা তালিকার কথা ভাবছে প্রশাসন।
জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাঁওতাল, ওঁড়াও, মুন্ডা, পাহানসহ প্রায় ২৯টি জাতিসত্ত্বার অন্তত ১৩ লাখ মানুষ বসবাস করে।



















