ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
 - / ১৬০১ বার পড়া হয়েছে
 
ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।
ভোররাতে উপজেলার চোষপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত যুবক বাংলাদেশের নাগরিক হলেও বর্তমানে তিনি ভারতীয় রেশনকার্ডধারী এবং ১০ বছর ধরে সপরিবারে ভারতের পাঞ্জিপাড়ায় বসবাস করেন। বিজিবি জানায়, তার মরদেহ বিএসএফ নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সহিদুল ইসলাম বলেন, নিহতের পারিবার জানিয়েছে যুবকের নাম জয়নাল আবেদীন।
																			
																		














