ট্রলার ডুবির পরও টেকনাফে থেমে নেই মানবপাচারের চেষ্টা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
 - / ১৫৭৭ বার পড়া হয়েছে
 
কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলার ডুবিতে ১৫ রোহিঙ্গা যাওয়ার পরও থেমে নেই মানবপাচারের চেষ্টা।
চাঞ্চল্যকর ঘটনাটির মাত্র তিনদিনের মাথায় আবারও ১০ মালয়েশিয়াগামী রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে দুই দালালকে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, বৃহস্পতিবার রাতে মানবপাচারে জড়িত একটি চক্র কয়েকজন রোহিঙ্গাকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য প্রস্তুত করছিল। পরে টেকনাফ সাবরাং এলাকায় অভিযান চালিয়ে নৌকার জন্য অপেক্ষামান ১২ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এর মধ্যে দু’জন দালালও রয়েছে। আটক ইউনুছ মাঝি গেল মঙ্গলবার ভোরে সেন্টমার্টিনে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় করা মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
																			
																		















